বাকেরগঞ্জের দাড়িয়ালে প্রবাসী বিএনপি নেতা মাসুদ আকনের শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০১:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের ইতালি প্রবাসী বিএনপি নেতা আকবর হোসেন মাসুদ আকন এর পক্ষ থেকে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দাড়িয়ালের উত্তর কাজলাকাঠি নিজ বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রবাসী বিএনপি নেতা মাসুদ আকন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রামের দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছেন তিনি। এসময় ইউনিয়নের এক হাজার দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য প্রবাসী আকবর হোসেন মাসুদ আকন
ইতালি পালেরমো সিসিলি শাখা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিগত সময় সাবেক ছাত্রদল সভাপতি হিসেবে দাড়িয়াল ইউনিয়ন শাখার দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।