বাংলাদেশকে জিততে শিখিয়েছেন মোহাম্মাদ আশরাফুল

- আপডেট সময় : ০৭:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ ২৮৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: জীবনে কেউ প্রথম প্রেমকে ভুলতে পারেনা, আর আশরাফুল ভাই বাংলাদেশ ক্রিকেটের প্রথম প্রেম এবং প্রথম গ্লোবাল সুপারস্টার,তাকে কখনোই ভোলা সম্ভব না। ……….………………..🗣️তামিম ইকবাল
মোহাম্মদ আশরাফুল বাংলার ক্রিকেটে আশার ফুল হয়ে এসেছিল,এই আশরাফুল বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে দিয়েছে এক নতুন রূপ।
যখন বাংলাদেশ ক্রিকেটের শৈশবকাল ছিল তখন এই আশরাফুলের অবদান রয়েছে অনেক।।ওই সময় শোয়েব আক্তার, ব্রেট লী, মুরালি এবং শেন ওয়ার্নদের মোকাবেলা করে নিজের জাত চিনিয়েছেন মোহাম্মদ আশরাফুল।
তরুণ প্রজন্ম হয়তো অনেক কিছু জানে না।
সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে টেস্ট শতক।এই ছাড়া আরো অসংখ্য রেকর্ড রয়েছে তার,, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের প্রথম জয়ের নেপথ্যে ছিলেন এই মোহাম্মদ আশরাফুল।
সময় টা ছিলো ২০০৪ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। ঐ জয়ে ব্যাট হাতে আশরাফুলের সংগ্রহ ছিলো ৩২ বলে অপরাজিত ৫১ রান,হয়েছেন ম্যাচসেরা।
বাংলাদেশ ক্রিকেটের নতুন এক অধ্যায় রচনা হয় ২০০৫ সালে, সেই রচনা তৈরীর নেপথ্যে ছিলেন মোহাম্মদ আশরাফুল।
২০০৫ সালে মোহাম্মদ আশরাফুল অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১০১ বলে ১০০ রানের মহাকাব্য, অস্টেলিয়ার সাথে প্রথম জয়, হয়েছেন ম্যাচ সেরা।। অস্ট্রেলিয়ার সাথে প্রথম প্যাডেল সুইপ খেলে সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছেন আশরাফুল।
২০০৬ সালে শ্রীলংকার সাথে বাংলাদেশের প্রথম জয় মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে আসে ৫১ রান। কানাডার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ছিলো ২০০৭ সালে,ঐ ম্যাচে ৬০ রান করেন মোহাম্মদ আশরাফুল।
আশরাফুলের আরেকটি অসাধারণ ইনিংস ছিলো ২০০৭ সালে দ: আফ্রিকার বিপক্ষে, করেন ৮৭ রান, হয়েছেন ম্যাচসেরা।।আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।।
টি -টোয়েন্টিতে ২০০৭ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুল,৬১ রান নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
মোহাম্মদ আশরাফুলের ৬৪ রানের অপরাজিত ইনিংসে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম জয় আসে বাংলাদেশের। সময় টা ছিলো ২০০৮, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়, আশরাফুল ব্যাট থেকে আসে ৬০* রান।
মোহাম্মদ আশরাফুল ২০০৯ সালে আরব আমিরাতের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেন, হয়েছেন ম্যাচ সের প্রথম জয় ছিলো আরব আমিরাতের বিপক্ষে।
দেশের হয়ে যেকোন ফর্মেটে দ্রুততম অর্ধশতক তার দখলে।