বয়স কমিয়ে জাল সার্টিফিকেটে ফায়ারসার্ভিসে চাকুরী করছেন বাহাউদ্দিন
- আপডেট সময় : ০৭:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১ ২৪৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার || ভোলা জেলার উপজেলা চরফ্যাশন এর দক্ষিণ আইচার চর কচ্ছপিয়ার ৪ নম্বর ওয়ার্ডের
কুলসুম বিবি ও নাজিম উদ্দিন তালুকদারের পুত্র বাহাউদ্দিন। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ফায়ারসার্ভিস স্টেশনের ড্রাইভার পদে চাকুরীরত আছেন বছর তিন হল। অভিযোগ অনুযায়ী বাহাউদ্দিন সরকারি চাকুরীতে নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাল করে চাকুরী বাগিয়েছেন। এবং বয়স কমিয়ে ভোটার আইডি কার্ড লুকিয়ে জন্ম তারিখ বদলে দিয়ে কমিয়েছেন ৬ বছর। অভিযোগ অনুযায়ী তার ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ ১৪ মার্চ ১৯৮৫ সাল হলেও চাকুরীতে দেয়া তথ্য, অনলাইন জন্ম নিবন্ধন এ তথ্য দিয়েছেন ১ জানুয়ারি ১৯৯১ সাল। এছাড়াও ভোটার আইডি কার্ডের সাথে সামঞ্জস্য নেই জাল সেই স্কুল সার্টিফিকেটের।
বিষয়টি নিয়ে পিরোজপুর জেলা ও ভান্ডারিয়া উপজেলা ফায়ারসার্ভিস কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, ড্রাইভার পদের জন্য অষ্টম শ্রেণী পাশের দরকার সর্বোচ্চ। তবে কি তথ্য দিয়েছিলেন, তা জানে নিয়োগ বোর্ড ও মন্ত্রণালয়। এ বিষয়ে জেলা কার্যালয়ে তথ্য নেই বলে জানান তারা। তবে এ বিষয়ে প্রমাণাদি থাকলে ও প্রকাশ পেলে চাকুরী থাকার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে তথ্য জানতে চেয়ে লিখিতভাবে বক্তব্য চাওয়া হয়েছে।
জাল সনদে চাকুরী ও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে ফোনে, সরাসরি যোগাযোগ করতে চাইলে নিজে লুকিয়ে থেকে সংবাদ থামাতে তদবির করেন বাহাউদ্দিন।