ঈদে আসছে ‘আমি মাইনক্যা ভালা না’
প্রকাশিত জুলাই ১৯, ২০২১, ১৬:১৮ অপরাহ্ণ
বিনোদন রিপোর্টার॥ এবারের ঈদে একটি ভিন্ন ধরণের গান নিয়ে হাজির হচ্ছেন শিল্পী নাজক। এই সময়ের কন্ঠশিল্পীদের মধ্যে অন্যরকম একটা পরিচিতি রয়েছে তার। এই গানটির মাধ্যমে শ্রোতাদের মনে অন্যরকম অনুভূতি তৈরি হবে বলে আশা করছেন তিনি। ইউটিউব চ্যানেল ‘এএন এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে মুক্তি পাচ্ছে গানটি। গানের কথা লিখেছেন সাইফ আলী ও সুর করেছেন শামীম আশিক। ভিন্নধর্মী এই গানের প্রসঙ্গে নাজক বলেন, “এই গানটি ঈদের জন্য চূড়ান্ত করেছি। এর বাইরেও বেশ কিছু গান রয়েছে মুক্তির অপেক্ষায়। আশা করছি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
এছাড়াও নাজক’র নিজের অফিশিয়াল চ্যানেলসহ অন্যান্য কিছু ইউটিউব চ্যানেলে তার একাধিক গান রয়েছে।
ভিডিও ডিরেক্টর নিহাজ খানের নির্দেশনায় মিউজিক্যাল ফিল্ম ‘আমি মাইনক্যা ভালা না’ শিরোনামের এই ফোক গানটির চিত্রায়ন করা হয়েছে তিনশ ফিটের মনোরম পরিবেশে। এতে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত মডেল আনান খান ও মিষ্টি তানিয়াসহ অনেকেই।
এ গানের মডেল আনান খান বলেন, ‘গানটির কথাগুলো অসাধারণ ও ভিন্নরকম। আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি, দর্শক-শ্রোতাদের কাছেও খুব ভালো লাগবে।
Related
error: Content is protected !!