সংবাদ শিরোনাম :
টেকনাফে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক; কক্সবাজারের টেকনাফে ওসমান সিকদার নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে উপজেলার কচুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওসমান সিকদার, উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
তবে কে বা কারা কী কারণে ওসমানকে হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি ওসি।