পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামের করোনায় মৃত্যু
- আপডেট সময় : ০৯:১৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০ ১৪৯ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক; অত্যন্ত দুঃখিত ও শোকাহত মনে জানাচ্ছি চলমান করোনা যুদ্ধে আমরা আরো একজন দেশপ্রেমিক পুলিশ সদস্যকে হারিয়েছি।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে এই প্রাণঘাতী ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হওয়া বীর যোদ্ধার নাম মোঃ রফিকুল ইসলাম (৪৬)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তিনি ১৭ জুলাই ২০২০ বিকাল আনুমানিক ০৫.৩০ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দেশের জন্য জীবন উৎসর্গকারী পুলিশযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার চরবাকল গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
আমরা এই বীর পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।