রাজধানীতে ট্রাফিক আইন না মানায় ৪২৩০ মামলায় প্রায় ২১ লাখ টাকা জরিমানা

- আপডেট সময় : ০১:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯ ১১৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ; রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪২৩০ মামলায় ২০,৪৪,০৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ১৩ টি গাড়ি ডাম্পিং ও ৪৩৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৬৪৬ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৫১টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৭টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৬৯১টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৫০টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১১টি মামলা দেওয়া হয়।
০১ ফেব্রুয়ারি, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।