গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি-মিন্টু ,সা.সম্পাদক- কাউসার

- আপডেট সময় : ০৭:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯ ১৬৬ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ :
ময়মনসিংহের গৌরীপুরে প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি পদে মো. শফিকুল ইসলাম মিন্টু (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মশিউর রহমান কাউসার (দৈনিক আমাদের সময়) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) রাতে গৌরীপুর প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তিলক রায় (দৈনিক ভোরের কাগজ) ও অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় শামীম খান (দৈনিক খবর) নির্বাচিত হন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার। উল্লেখ মশিউর রহমান কাউসার ৩য় বারের মত বিনা প্রতিদ্বন্দ্বীতায় গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ রাজনৈতিক দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, পেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।