ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুদকের মামলার মাথায় নিয়েও বহাল কুমেক হাসপাতালের আবুল Logo সংস্কারের বিপরীতে রহস্যজনক বদলী: এক চিঠিতে ৫২ রদবদল ফায়ার সার্ভিসে! Logo গণপূর্তে ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের দুর্নীতির সিন্ডিকেট সক্রিয়  Logo বাংলাদেশ সাইন ম্যাটেরিয়ালস এন্ড মেশিনারিজ ইমপোর্টার্স এসোসিয়েশন’ সভাপতি খালেদ সাধারণ সম্পাদক মানিক  Logo চৌদ্দগ্রামে এলজি বন্ধুক ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক: টর্চার সেলের সন্ধান Logo সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন এইচ এম আল-আমিন Logo সওজ ও গণপূর্তের ‘মাফিয়া’ আওয়ামী ঘনিষ্ঠ দোসর মুস্তাফিজ ধরাছোঁয়ার বাইরে Logo ২০০ কোটি টাকা নয়ছয় করেও বহাল জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় জিম্মি শহিদুল! Logo আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক আদালতে মামলায় এনআরবি ব্যাংক’ ২ পরিচালকের অর্থ সহায়তা Logo ফ্যাসিস্ট সরকারের দোসর ফায়ারের উপ-পরিচালক দীনোমনির বিরূদ্ধে দুর্নীতি অভিযোগ




বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশেরই দুই ব্যাটসম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮ ১৯৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; রেকর্ডটির কথা জানতেন না ইমরুল কায়েস। জানলে হয়তো আরেকটু সময় দেখেশুনে খেলতেন। আসলে তিনি দলের জন্য যা করেছেন, তারপর আর এই ‘আরেকটু দেখেশুনে খেলার’ প্রশ্নটা উঠার কথা নয়। তবে রেকর্ড বই দেখে বেশ আফসোসটা আসলে হচ্ছে টাইগার ক্রিকেট ভক্তদের। মাত্র ১২ রানের জন্য যে ইমরুল গড়তে পারলেন না বিশ্বরেকর্ড!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান এখন ইমরুলের। এতদিন এই জায়গাটা দখলে রেখেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তামিম করেছিলেন ৩১২ রান (১৩২+১১৬+৬৪)। শতরান দুটি। আর হাফ সেঞ্চুরি একটি।

এবার ইমরুল তামিমকে ছাড়িয়ে গেছেন তারই জায়গায় সুযোগ পেয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত ৭৯ রান ছোঁয়ার পরই তামিমকে টপকে রেকর্ডটি নিজের করে নেন ইমরুল। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুই সেঞ্চুরি আর এক হাফসেঞ্চুরিতে ইমরুলের মোট রান ৩৪৯ (১৪৪+৯০+১১৫)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্বে এটি কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ। ৩৬০ রান নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের বাবর আজম। সিরিজের শেষ ওয়ানডেতে ইমরুল আর ১২টি রান করতে পারলেই ভেঙে দিতে পারতেন বাবরের বিশ্বরেকর্ড।

তবে বিশ্বরেকর্ড ভাঙতে না পারলেই বাংলাদেশের সমর্থকদের জন্য গর্বের একটা পরিসংখ্যান আছে। তিন ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রান করাদের তালিকায় সেরা পাঁচে এখন নাম বাংলাদেশের দুই ব্যাটসম্যান-তামিম ইকবাল আর ইমরুল কায়েসের।

এক আর দুই নাম্বার জায়গাটি দখলে বাবর আজম আর ইমরুল কায়েসের। ৩৪২ রান নিয়ে তিন নাম্বারে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ৩৩০ রান নিয়ে চারে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। আর ৩১২ রান নিয়ে পাঁচে আছেন তামিম ইকবাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশেরই দুই ব্যাটসম্যান

আপডেট সময় : ০৪:০০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮

স্পোর্টস ডেস্ক; রেকর্ডটির কথা জানতেন না ইমরুল কায়েস। জানলে হয়তো আরেকটু সময় দেখেশুনে খেলতেন। আসলে তিনি দলের জন্য যা করেছেন, তারপর আর এই ‘আরেকটু দেখেশুনে খেলার’ প্রশ্নটা উঠার কথা নয়। তবে রেকর্ড বই দেখে বেশ আফসোসটা আসলে হচ্ছে টাইগার ক্রিকেট ভক্তদের। মাত্র ১২ রানের জন্য যে ইমরুল গড়তে পারলেন না বিশ্বরেকর্ড!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান এখন ইমরুলের। এতদিন এই জায়গাটা দখলে রেখেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তামিম করেছিলেন ৩১২ রান (১৩২+১১৬+৬৪)। শতরান দুটি। আর হাফ সেঞ্চুরি একটি।

এবার ইমরুল তামিমকে ছাড়িয়ে গেছেন তারই জায়গায় সুযোগ পেয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত ৭৯ রান ছোঁয়ার পরই তামিমকে টপকে রেকর্ডটি নিজের করে নেন ইমরুল। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুই সেঞ্চুরি আর এক হাফসেঞ্চুরিতে ইমরুলের মোট রান ৩৪৯ (১৪৪+৯০+১১৫)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্বে এটি কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ। ৩৬০ রান নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের বাবর আজম। সিরিজের শেষ ওয়ানডেতে ইমরুল আর ১২টি রান করতে পারলেই ভেঙে দিতে পারতেন বাবরের বিশ্বরেকর্ড।

তবে বিশ্বরেকর্ড ভাঙতে না পারলেই বাংলাদেশের সমর্থকদের জন্য গর্বের একটা পরিসংখ্যান আছে। তিন ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রান করাদের তালিকায় সেরা পাঁচে এখন নাম বাংলাদেশের দুই ব্যাটসম্যান-তামিম ইকবাল আর ইমরুল কায়েসের।

এক আর দুই নাম্বার জায়গাটি দখলে বাবর আজম আর ইমরুল কায়েসের। ৩৪২ রান নিয়ে তিন নাম্বারে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ৩৩০ রান নিয়ে চারে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। আর ৩১২ রান নিয়ে পাঁচে আছেন তামিম ইকবাল।