সংবাদ শিরোনাম :
রাজধানীতে দায়িত্বরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে গেলেন ট্রাফিক পুলিশ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
রাজধানী ঢাকার নিউমার্কেট ক্রসিংয়ে দায়িত্বরত অবস্থায় এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে এই পুলিশ কর্মীর মৃত্যু হয়। মৃত কনস্টেবল বশির উদ্দীন (৪২) ট্রাফিক দক্ষিণে কর্মরত ছিলেন। তিনি পাবনার আমিনপুর উপজেলার রতনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, নিউমার্কেটে ডিউটিরত অবস্থায় ট্রাফিক কনস্টেবল হঠাৎ মাথা ঘুরে রাস্তাতেই পড়ে যান। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক ৩টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট রাশিদুল ইসলাম জানান, বশির নিউমার্কেট ক্রসিংয়ে ডিউটির সময় মাথা ঘুরে পড়ে যায়। পরে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।