করোনা রোধে ‘ঈশ্বরের হাতে’ তাকিয়ে ম্যারাডোনা
- আপডেট সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক,
ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা নামটির সঙ্গে ‘ঈশ্বরের হাত’ শব্দটি জুড়ে আছে। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি করোনাভাইরাস রোধে ঈশ্বরের ওপরই ভরসা করছেন। তার দাবিও একমাত্র ঈশ্বরই পারেন বিশ্বকে এই মহামারি থেকে রক্ষা করতে।
১৯৮৬ বিশ্বকাপে আলবেসিলেস্তেদের একক নৈপুণ্যে চ্যাম্পিয়ন করেছিলেন ম্যারাডোনা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পেয়েছিল তার দল। ম্যাচটি ২-১ এ জিতে নেয় ল্যাটিন আমেরিকানরা।
দুটি গোলই করেছিলেন ম্যারাডোনাই। ওই ম্যাচেই ফিফা ঘোষিত শতাব্দীর সেরা গোলটি করেছিলেন। সঙ্গে ছিল কলঙ্কের ‘ঈশ্বরের হাত’ গোলটিও।
ম্যাক্সিকোর স্টাডিও আজতেকারে সাত জন ইংলিশ ফুটবলারকে বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। অপর গোলটি প্রাথমিকভাবে বোঝা যাচ্ছিল মাথায় লেগে হয়েছে। যদিও হাতে লেগে বল জড়িয়েছিল প্রতিপক্ষের জালে। বিতর্কিত সেই গোলটিকে ইতিহাসে ‘ঈশ্বরের হাত’ বলা হয়।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সেই ‘ঈশ্বরের হাতে’ই ভরসা রাখলেন ম্যারাডোনা।
সম্প্রতি আর্জেন্টাইন গণমাধ্যমকে বলেন, ‘যা আমাদের সঙ্গে হচ্ছে অনেকেই বলছেন এতে ঈশ্বরের হাত রয়েছে। তবে আমি ওই হাতকে বলবো, এই মহামারী থেকে মানুষকে রক্ষা করতে। যাতে স্বাভাবিকভাবে সবাই জীবন যাপন করতে পারে।’
ওয়াই