নতুন দল গঠন করছে জামায়াতের বহিষ্কৃত নেতা মনজু, নাম এবিপি

- আপডেট সময় : ০১:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
জামায়াতে ইসলামী ছেড়ে দলটি থেকে বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মনজুর ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ আবারও নতুন নামে ও নতুন পরিসরে করার ঘোষণা দিয়েছেন।জন আকাঙক্ষার সূত্র জানায়, তাদের নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নাম আমার বাংলাদেশ পার্টি (এবিপি)।
সোমবার (২৭ এপ্রিল ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জন আকাঙ্ক্ষার কেন্দ্রীয় কার্যালয়ে এক অনলাইন ভিডিও সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক মজিবুর রহমান এ কথা বলেন।
এ সময় তিনি আগামী ২ মে জন আকাঙ্ক্ষার নতুন রাজনৈতিক দলের নাম ও কমিটি প্রকাশ করা হবে বলে ঘোষণা দেন।
সংগঠনের প্রধান সমন্বয়ক মজিবুর রহমান মন্জু বলেন, আগামী ২ মে বেলা ১১টায় বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন রাজনৈতিক দলের নাম, কর্মসূচি এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
তিনি বলেন, করোনা সংকট নতুন করে বুঝিয়ে দিয়েছে যে এই সরকার রাষ্ট্র পরিচালনায় কতটা ব্যর্থ। বুঝিয়ে দিয়েছে এই রাষ্ট্র নতুন করে গড়ার প্রয়োজনীয়তা, যেটাকে আমরা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আলোকে দ্বিতীয় প্রজাতন্ত্র বিনির্মাণের লড়াই বলছি।’
মজিবুর গত এক বছরের কার্যক্রমের বর্ণনা দিয়ে বলেন, এই সময়ে দেশে–বিদেশে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে তাঁরা মতবিনিময় করেছেন। বোঝার চেষ্টা করেছেন কীভাবে সম্ভব বাংলাদেশে নতুন রাজনীতি বিনির্মাণের। তিনি দেশবাসীকে এই লড়ায়ে অংশীদার হওয়ার আহ্বান জানান।
জন আকাঙক্ষার সূত্র জানায়, তাদের নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নাম হবে আমার বাংলাদেশ পার্টি (এবিপি)। সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক ও আইনজীবী তাজুল ইসলামকে সদস্যসচিব করে ১১০ জনের আহ্বায়ক কমিটি করা হবে। কমিটিতে দলের মুখপাত্র হিসেবে থাকবেন জন আকাঙক্ষার সমন্বয়কের দায়িত্বে থাকা মুজিবুর রহমান।
সভাপতির বক্তব্যে সোলাইমান চৌধুরী বলেন, সীমিত সময় এবং সম্পদ দিয়ে গত এক বছরে আমরা যা অর্জন করেছি তা অভাবনীয়। তিনি সংগঠক, স্বেচ্ছাসেবক এবং দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
ব্রিফিংয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক অধ্যাপক ডা. মেজর (অব.) আ. ওহাব মিনার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। এসময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।