দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাকিব
- আপডেট সময় : ০৯:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট |
করোনাভাইরাসের মহামারীতা যখন গ্রাস করছে বিশ্বকে, সবাই যখন একের পর এক মৃত্যু আর আক্রান্তের খবরে মুষড়ে পড়ছে তখন সুসংবাদ দিলেন সাকিব আল হাসান।
আজ শুক্রবার যুক্তরাষতের টাইগার অল-রাউন্ডারের স্ত্রী শিশিরের কোল আলো করে পৃথিবীতে এসেছে তাদের দ্বিতীয় কন্যা সন্তান। এর আগে গত ৭ এপ্রিল সাকিব তার ফ্যান পেজে বড় মেয়ে আলায়নার একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় আলায়নার হাতে একটি টি-শার্টে লেখা ‘ওয়েলকাম হোম।’ ছবির ক্যাপশন দেয়া ছিল। সিস্টারহুড।
২০১২ সালের ১২ই ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হনসাকিব আল হাসান। এরপর ২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলোকিত করে প্রথম কন্যা আলাইনা।
শিশির যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় সাকিবের যাতায়াত সেখানেই বেশি। তাই যুক্তরাষ্ট্রেই জন্ম নিলো সাকিবের দ্বিতীয় কন্যা। জানা গেছে, মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।