বাকেরগঞ্জে ছোট খালগুলো পানি শুন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কৃষকরা
- আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ ১৫৯ বার পড়া হয়েছে
গাজী মোঃ মোশাররফ;
শীতের মৌসুম শুরু হলেই বাকেরগঞ্জ উপজেলার ছোট-বড় অধিকাংশ খালগুলো শুকিয়ে পানি শুন্য হয়ে যায়। ভবানীপুর থেকে মহেশপুর বাজার বিশখালী নদীর ভারানি খাল, ফলাঘর থেকে বিহারীপুর কাইলকা বাড়ির খাল ও শ্যামপুর খালসহ উপজেলার বিভিন্ন খালে শীতের মৌসুমে পানি শুন্যতা দেখা দেয়। এসব খালগুলো দিয়ে প্রতিদিনের চলাচলরত কৃষক ও ব্যাবসায়ীদের নৌকা ট্রলার সমুহ নিয়ে পরতে হয় বিপাকে। অপেক্ষা করতে হয় ভাটা জোয়ারের। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, মুদি ও কাঁচামালসহ বিভিন্ন ব্যাবসায়ীরা। দুশ্চিন্তাগ্রস্ত কৃষকরা। পানির অভাবে জমিতে ইরি চাষ করতে পারছে না।
মুদি দোকানদার রফিকুল ইসলাম জানান, নৌপথে আমদানি-রপ্তানিতে খরচ কম ও মালামাল নষ্টও হয় না। খালগুলো জরুরী ভিত্তিতে খনন করা দরকার বলে মনে করেন ভুক্তভোগীরা। কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ক্ষুদ্র ব্যবসায়ী ও হতদরিদ্র কৃষকরা।