ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




বগুড়ায় ২ বাসের সংঘর্ষে চালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮ ১৬৬ বার পড়া হয়েছে

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এনা পরিবহনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় বাসের কমপক্ষে ১৫ যাত্রী।
আজ শনিবার (ভোর রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আকাশ হোসেন (৩০) বগুড়ার শাজাহানপুর উপজেলার করমবাড়িয়া গ্রামের টুলু মিয়ার ছেলে বলে জানা গেছে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মা মনি পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এনা পরিবহনের বাসের চালক আকাশ হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন গণমাধ্যমকে জানান, ১৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ও ১ জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শজিমেকে চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে আহতদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বগুড়ায় ২ বাসের সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় : ০৩:৪০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এনা পরিবহনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় বাসের কমপক্ষে ১৫ যাত্রী।
আজ শনিবার (ভোর রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আকাশ হোসেন (৩০) বগুড়ার শাজাহানপুর উপজেলার করমবাড়িয়া গ্রামের টুলু মিয়ার ছেলে বলে জানা গেছে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মা মনি পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এনা পরিবহনের বাসের চালক আকাশ হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন গণমাধ্যমকে জানান, ১৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ও ১ জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শজিমেকে চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে আহতদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।