বাড়িভাড়া মওকুফ করে ভাড়াটিয়াদের দুই হাজার টাকা করে খরচ দিল বাড়িওয়ালা
- আপডেট সময় : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
সকালের সংবাদ;
করোনা ভাইরাসের বিস্তার রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউনের ফলে লোক সমাগম না থাকায় অনেক খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছেন বেকার। অনেকের ঘরেই খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে ফেনীর এক বাড়িওয়ালা ঘর ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং ভাড়াটিয়াদের খোরাকির জন্যও দু’ হাজার টাকা করে দিচ্ছেন।
ফেনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রসুল ভূঁঞা নিজের একটি স্থাপনায় বসবাসরত ৩৫ পরিবারের চলতি মাসের ভাড়া মওকুফ করছেন। তিনি বলেন, পশ্চিম উকিলপাড়ায় আমার ঘরগুলোর মাসিক ভাড়া চার থেকে আট হাজার টাকা। এরা প্রত্যেকেই ফেনী বড় বাজারে শ্রমিকের কাজ করে। বাজার বন্ধ তাই আয়ও বন্ধ। এমন পরিস্থিতিতে তাদের চলতি মাসের ভাড়া লাগবে না বলে জানিয়ে দিয়েছি।
তিনি বলেন, ৩৫ পরিবারের মধ্যে কিছু পরিবার দৈনিক আয়ের ওপর নির্ভরশীল। এমন পরিবারগুলোকে দু’ হাজার টাকা করে দিয়েছি যেন ঘরে রান্না হয়। গত সাতদিন ধরে পরিবারগুলোকে নিজ ঘরে থাকতে থাকতে বলা হয়েছে। আরও যতদিন সরকারি নির্দেশনা থাকবে ততদিন যেন তারা কেউ অযথা বা কাজের খোঁজে বাইরে না যায় তা পর্যবেক্ষণ করছি।