সংবাদ শিরোনাম :
ইতালিতে করোনায় প্রাণ গেলো আরও ১ বাংলাদেশির
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
তুহিন মাহামুদ, ইউরোপ ব্যুরো : প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত প্রবাসীর নাম শাহজাহান মির্জা (৩০)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ইতালির কেরোমোনায় শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
শাহজাহান মির্জার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার মসলিমাবাদ গ্রামে । ইতালিতে বসবাসরত তার চাচা সৈয়দ মুন করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে করোনাভাইরাসে ইতালিতে আট বাংলাদেশির মৃত্যু হলো।
শাহজাহান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে করোমোনার স্থানীয় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে শাহজাহানের অকাল মৃত্যুতে তার পরিবার ও ইতালি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।