সংবাদ শিরোনাম :
মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ১০২ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি,
মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে স্বামী হাফিজুল ইসলাম (৩৭)। বুধবার সকাল সাতটার দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কের গাবতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্ত্রীর নাম হালিমা খাতুন (২৭)। তাদের বাড়ি মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দ্বারা আরটিভি অনলাইনকে জানান, আজ সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে মেহেরপুরের উদ্দেশে রওনা দেয়।
কোলা গ্রামের গাবতলা নামক স্থানে পৌঁছালে বীপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্ত্রী হালিমা খাতুন। স্বামী হাফিজুল ইসলামের অবস্থা গুরুতর হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় ফায়ার সার্ভিস কর্মীরা।