পুলিশ সদস্যদের প্রতি মাশরাফির শ্রদ্ধা
- আপডেট সময় : ০১:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৭০ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক,
করোনাভাইরাস প্রভাবে ঝুঁকি নিয়েই দেশবাসীর সুরক্ষায় কাজ করছে পুলিশ সদস্যরা। ফেসবুকে একজন ক্লান্ত পুলিশ সদস্যের ছবি পোস্ট করে সবাইকে আবারও ঘরে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সদ্য বিদায়ী অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশারাফি বিন মুর্তজা।
ফেসবুক পেজে দেয়া সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো
‘করোনাভাইরাস দেশে আঘাত আনার সাথে সাথে তাদের কাজ যেন বেড়ে গেছে অনেক বেশি। দিন রাত এক করে কাজ করে যাচ্ছে। কোনো প্রকার অভিযোগ ছাড়া। হ্যাঁ, কথা বলছি আমাদের পুলিশ ভাইদের নিয়ে। তারা সত্যই অনেক অক্লান্ত পরিশ্রম করছে, শুধুমাত্র আমাদেরকে করোনা নামক মহামারী থেকে সুরক্ষা রাখতে।’
‘সারাটা দিন আমাদের পিছনে ছুটতে ছুটতে যখন শরীরটা আর সায় দেয়না তখন মশার কামড়, গরম সবকিছুর কাছে হয়তো হার মেনে যায়। কোনোরকম একটা বসার কিছু পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে। সবাইকে সর্তক করতে গিয়ে তারা ভুলেই যায় যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে। আমরা কি পারি না এই পুলিশ, ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রিত করতে। আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করে বাসায় থাকতাম তাহলে হয়তো এই মানুষগুলোর এতোটা কষ্ট হতো না। মহান আল্লাহ্ তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষগুলো ভাল থাকে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।’