সংবাদ শিরোনাম :
বরিশাল নৌ-পুলিশের হাতে জাটকার চালান আটক, পালিয়েছে সব কারবারি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
বরিশাল অফিসঃ
বরিশাল নগরীর কাশিপুর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ উদ্ধার করেছে নৌ পুলিশের একটি টিম। এসময় পালিয়ে রক্ষা পেয়েছে বিক্রিতে জড়িত ব্যবসায়ী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন ও সদর থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন এ সফল অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়- স্থানীয় ওই বাজারটিতে বিক্রি নিষিদ্ধ জাটকা মজুত করেছে এমন সংবাদের ভিত্তিতে এসপি ও ওসির নেতৃত্বে একটি টিম সেখানে হানা দেয়। কিন্তু এর আগেই জড়িত ব্যবসায়ী পালিয়ে যায়। পরে পুলিশ সেখানকার একটি আড়তের সামনে থেকে ১০টি ড্রামভর্তি সাড়ে ২৭ মণ জাটকা ইলিশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ। এই কর্মকর্তা জানান, উদ্ধার ১১’শ মণ মাছ বেলা ১১টার দিকে স্থানীয় এতিমখানা, মন্দির ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।’