করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে সবুজ আন্দোলন

- আপডেট সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০ ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সময়ে পৃথিবী জুড়ে করোনা (কেভিট ১৯) ভাইরাস আতংকে বিপর্যস্ত। এই মহামারী ভাইরাসের সংক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। দেশের স্বাস্থ্য অধিদপ্তর ও সরকার সকল জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের খেটে খাওয়া দিনমজুর সহ নিম্নআয়ের জনগণ আজ দিশেহারা।
এমন পরিস্থিতিতে দেশের সকল জনপ্রতিনিধি ও বিত্তবান মানুষ এগিয়ে আসা জরুরী। কিন্তু তাদের ভূমিকা আজ প্রশ্ন বিদ্ধ। যে সকল সামাজিক সংগঠন দেশের এই কঠিন পরিস্থিতিতে খেটে খাওয়া নিম্নআয়ের জনগণের পাশে দাঁড়িয়েছে তারমধ্যে অন্যতম পরিবেশ বাদী সামাজিক সংগঠন- সবুজ আন্দোলন। এই সংগঠনটি ইতোমধ্যে সারাদেশে প্রায় ৫০ জেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট, সাবান, মাস্কস, হ্যান্ড গ্লাবস, হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ করেছে। এছাড়াও করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পল্টন মোড়ে কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনটি।
এমন কর্মসূচি দেশে একমাত্র সংগঠন সবুজ আন্দোলনই পালন করেছে। সারাদেশে সংগঠনটির কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশের তরুণ সংগঠক বাপ্পি সরদার। তিনি বলেন, সবুজ আন্দোলন মূলত পরিবেশের বিপর্যয় ও জলবায়ু সংকট নিয়ে কাজ করে। কিন্তু দেশের এই দূর্যোগে আমরা জনগণের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছি। আগামীতেও দেশের সকল সমস্যায় আমরা জনগণের পাশে থাকব ইনশাআল্লাহ।
সংগঠনের পরিচালনা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, মহানগর, জেলা, উপজেলা ও ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দকে দেশের এই কঠিন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বানও জানান তিনি।