২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিলেন সালমান
- আপডেট সময় : ০৬:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক;
করোনাভাইরাস আতঙ্কে থমকে গেছে বিশ্ব। তবে সালমান খান নিজের পানভেলের ফার্ম হাউসে ‘রাধে’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত।
নিজে ও পরিবারসহ নিরাপদ জায়গায় অবস্থান করছেন এই নায়ক। এই কঠিন অবস্থাতেও সালমানকে ভাবিয়ে তুলেছে ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদের পরিস্থিতি।
লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। এবার প্রায় ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন সালমান।
ফিল্ম ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়ানরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। যারা কিনা সিনেমার সেটে দিনরাত খেটে পরিচালকের ভাবনাকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেন। আর তাইতো স্পটবয়, সেটের দিনমজুরদের সমস্যার কথা চিন্তা করে এগিয়ে এসেছেন সালমান খান।
এটাই প্রথম নয়। অতীতেও সালমানকে নানারকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত কিংবা ভিন্ন সময়ে ভিন্ন প্রেক্ষিতে একাধিকবার ফিল্ম ইন্ডাস্ট্রির অসহায়দের ত্রাতা হিসেবে ধরা দিয়েছেন, সেকথা সবাই জানেন।
এছাড়া নায়কের ‘বিইং হিউম্যান’ সংস্থাও বহু দুস্থদের পড়াশোনা, ওষুধপাতির দায়িত্ব নিয়েছে। এবার করোনার জেরে আবারও তিনি প্রমাণ করে দিলেন যে কেন তিনি বলিউডের ‘ভাইজান’।