চট্টগ্রাম সিটি নির্বাচনঃ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত
- আপডেট সময় : ১১:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে তারা মনোনয়ন ফরম জমা দেন।
মেয়র পদে মনোনয়ন জমা দিয়ে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হাসেন বলেন, সরকার নির্বাচন কমিশন, আওয়ামী লীগ মিশে যে একাকার হয়ে গেছে, তার থেকে বের হয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনকে ভোটমুখী করার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের।
এ সময় তিনি বলেন হেলদি ও স্মার্ট সিটি গড়ার জন্য জনগণ বিএনপি প্রার্থীকে নির্বাচিত করবে।
বিএনপি প্রার্থী আরও বলেন, পরিকল্পিতভাবে ২৯ তারিখকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ সময় নির্বাচন পিছিয়ে ৩১ তারিখ করার দাবি জানান তিনি।
এছাড়াও কাউন্সলির পদে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এ পর্যন্ত মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।