ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফরিদপুরে কৃষকদল নেতা খন্দকার নাসিরের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ Logo ডিপিডিসির রুহুল আমিন ফকির দুর্নীতির মাধ্যমে গড়েছেন শতকোটি টাকার সম্পদ Logo উত্তরখানে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় তীব্র উত্তেজনা Logo খুলনা-৬ আসনে বিএনপির সাক্ষাতের ডাক পেলেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী Logo গুলশানে ‘Bliss Art Lounge’-এ অভিযান: প্রচুর বিদেশি মদসহ ৯ জন গ্রেফতার Logo টঙ্গীতে ১১ বছরের ইব্রাহিম খলিলুল্লাহ নিখোঁজ Logo “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” পেলেন দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ Logo খুলনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ, এলাকায় চাপা উত্তেজনা Logo স্বৈরাচার সরকারের সুবিধাভোগী ‘যশোর বিআরটিএ অফিসের তারিক ধরাছোঁয়ার বাইরে|(পর্ব – ০১) Logo টাঙ্গাইল-৩ আসনে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে মাইনুল ইসলাম

ঘুম ভালো যার দিন ভালো তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে

ঘুম ভালো যার দিন ভালো তার

লাইফস্টাইল ডেস্ক;  নের মধ্যে পার্থক্য আছে কী নেই তা সবারই জানা। চাইলেই মানুষের যন্ত্রের মতো হওয়া সম্ভব না। তাই সারাদিন-সারাবেলা যত কাজই করি না কেন দিনশেষে একটু শান্তির ঘুম আমাদের যে কতটা প্রশান্তি দিতে পারে তা বলে শেষ করা যাবে না।

যদি ঘুম ভালো হয়, দিনটাও ভালো যায়। একটু ভালো ঘুম পুরো দিনটাকেই রঙিন করে দিতে পারে। এছাড়া পর্যাপ্ত ঘুম শরীরকে ভালো রাখে, মনকে রাখে প্রফুল্ল। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মস্তিষ্ককে আরও কার্যকরী রাখতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই।

অসুস্থ হলে চিকিৎসকরা সবসময়ই পরামর্শ দেন নিয়মমতো ঘুম, বিশ্রাম, পরিশ্রম, ব্যায়াম করতে। কথা হয়েছিল মেডিসিন বিশেষজ্ঞ ডা. আক্তার রানা চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, মেডিটেশন করলে ভালো ঘুম হয়। প্রতিদিনের জীবনযাপনে নিয়মনীতি আনতে হবে। পরিশ্রম যেমন করতে হবে তেমনি সঙ্গে বিশ্রামও নিতে হবে।

একটু শান্তির ঘুম দেবে প্রশান্তি
সারাদিনের ঝক্কি ঝামেলার পর রাতে শান্তির ঘুম দিতে পারে আরামদায়ক অনুভূতি। ঠিকমতো ঘুম হলে শরীরের যে ক্লান্ত ভাব থাকে তা দূর হয়ে যাবে। আপনি হয়ে উঠবেন সতেজ আর প্রাণবন্ত। মন থাকবে চাঙ্গা আর যেকোনও কাজে আরও বেশি মনোযোগী হতে পারবেন। উৎফুল্ল থাকবেন সবসময়। তখন পারফরমেন্সও ভালো হবে।

ঘুম ভালো তো শরীর ভালো
বাঁচার জন্যে খাওয়া নাকি খাওয়ার জন্যে বাঁচা, এ নিয়ে তর্ক থাকতে পারে কিন্তু খাবার ছাড়া থাকবো এ কথা চিন্তাও করতে পারি না। সাধারণত খাবার পর শরীরে একটু চাঙ্গাভাব হয়। কেননা খাবারের যে পুষ্টিগুণ থাকে তা শরীরের বিভিন্ন টিস্যু ও অঙ্গ-প্রত্যঙ্গকে ভালো এবং কার্যক্ষম রাখে। তবে এই কার্যকারিতা বেশি থাকে যখন শরীরটা একটু বিশ্রাম পায়। আর ঘুমই হচ্ছে শরীরকে বিশ্রাম দেবার সবচেয়ে ভালো পন্থা।

মাথা থাকুক ঠাণ্ডা
পর্যাপ্ত ঘুমের ফলে মাথা ঠাণ্ডা থাকে। গবেষণায় দেখা গেছে, সারাদিনের বিভিন্ন এলোমেলো ঘটনাগুলোকে মস্তিষ্ক ঘুমানোর সময় সুন্দর সাজানো স্মৃতিতে পরিণত হয় ঘুমের সময়। এছাড়া পুরো দিনজুড়েই যখন সবাই কাজে ডুবে থাকি, অনেক তথ্য মনে রাখতে চাই, নতুন অনেক কিছু শিখি, পরে দেখা যায় তা ভুলে যাই। কিন্তু ঘুম ঠিকমতো হলে সেই স্মৃতিগুলো ‘সেভ’করে রাখতে সুবিধা হয়।

ঘুমটাই হোক রোগ প্রতিরোধক
শুধু ভালো ঘুম দিয়ে সব অসুখ-অসুস্থতাকে ছুটি দিতে পারলে বেশ হতো না? অপর্যাপ্ত ঘুমের কারণে যেমন অনেক রোগ বাসা বাঁধতে পারে শরীরে, তেমনি নিয়মিত আরামের ঘুম বিভিন্ন রোগের সম্ভাবনাও কমিয়ে দিতে পারে। স্লিপ এপ্নিয়া, হতাশা, হৃৎপিণ্ডের ঝুঁকি, স্ট্রেস ইত্যাদি দূরে রাখতে ঘুম খুব দারুণ কাজ করে। এছাড়া সারাদিন হাঁটাহাঁটি, ছুটোছুটির ফলে পায়ের ওপর অনেক চাপ যায়। একটু আরামের ঘুম পাকে দিতে পারে আরও ছুটোছুটির শক্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘুম ভালো যার দিন ভালো তার

আপডেট সময় : ১১:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০

লাইফস্টাইল ডেস্ক;  নের মধ্যে পার্থক্য আছে কী নেই তা সবারই জানা। চাইলেই মানুষের যন্ত্রের মতো হওয়া সম্ভব না। তাই সারাদিন-সারাবেলা যত কাজই করি না কেন দিনশেষে একটু শান্তির ঘুম আমাদের যে কতটা প্রশান্তি দিতে পারে তা বলে শেষ করা যাবে না।

যদি ঘুম ভালো হয়, দিনটাও ভালো যায়। একটু ভালো ঘুম পুরো দিনটাকেই রঙিন করে দিতে পারে। এছাড়া পর্যাপ্ত ঘুম শরীরকে ভালো রাখে, মনকে রাখে প্রফুল্ল। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মস্তিষ্ককে আরও কার্যকরী রাখতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই।

অসুস্থ হলে চিকিৎসকরা সবসময়ই পরামর্শ দেন নিয়মমতো ঘুম, বিশ্রাম, পরিশ্রম, ব্যায়াম করতে। কথা হয়েছিল মেডিসিন বিশেষজ্ঞ ডা. আক্তার রানা চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, মেডিটেশন করলে ভালো ঘুম হয়। প্রতিদিনের জীবনযাপনে নিয়মনীতি আনতে হবে। পরিশ্রম যেমন করতে হবে তেমনি সঙ্গে বিশ্রামও নিতে হবে।

একটু শান্তির ঘুম দেবে প্রশান্তি
সারাদিনের ঝক্কি ঝামেলার পর রাতে শান্তির ঘুম দিতে পারে আরামদায়ক অনুভূতি। ঠিকমতো ঘুম হলে শরীরের যে ক্লান্ত ভাব থাকে তা দূর হয়ে যাবে। আপনি হয়ে উঠবেন সতেজ আর প্রাণবন্ত। মন থাকবে চাঙ্গা আর যেকোনও কাজে আরও বেশি মনোযোগী হতে পারবেন। উৎফুল্ল থাকবেন সবসময়। তখন পারফরমেন্সও ভালো হবে।

ঘুম ভালো তো শরীর ভালো
বাঁচার জন্যে খাওয়া নাকি খাওয়ার জন্যে বাঁচা, এ নিয়ে তর্ক থাকতে পারে কিন্তু খাবার ছাড়া থাকবো এ কথা চিন্তাও করতে পারি না। সাধারণত খাবার পর শরীরে একটু চাঙ্গাভাব হয়। কেননা খাবারের যে পুষ্টিগুণ থাকে তা শরীরের বিভিন্ন টিস্যু ও অঙ্গ-প্রত্যঙ্গকে ভালো এবং কার্যক্ষম রাখে। তবে এই কার্যকারিতা বেশি থাকে যখন শরীরটা একটু বিশ্রাম পায়। আর ঘুমই হচ্ছে শরীরকে বিশ্রাম দেবার সবচেয়ে ভালো পন্থা।

মাথা থাকুক ঠাণ্ডা
পর্যাপ্ত ঘুমের ফলে মাথা ঠাণ্ডা থাকে। গবেষণায় দেখা গেছে, সারাদিনের বিভিন্ন এলোমেলো ঘটনাগুলোকে মস্তিষ্ক ঘুমানোর সময় সুন্দর সাজানো স্মৃতিতে পরিণত হয় ঘুমের সময়। এছাড়া পুরো দিনজুড়েই যখন সবাই কাজে ডুবে থাকি, অনেক তথ্য মনে রাখতে চাই, নতুন অনেক কিছু শিখি, পরে দেখা যায় তা ভুলে যাই। কিন্তু ঘুম ঠিকমতো হলে সেই স্মৃতিগুলো ‘সেভ’করে রাখতে সুবিধা হয়।

ঘুমটাই হোক রোগ প্রতিরোধক
শুধু ভালো ঘুম দিয়ে সব অসুখ-অসুস্থতাকে ছুটি দিতে পারলে বেশ হতো না? অপর্যাপ্ত ঘুমের কারণে যেমন অনেক রোগ বাসা বাঁধতে পারে শরীরে, তেমনি নিয়মিত আরামের ঘুম বিভিন্ন রোগের সম্ভাবনাও কমিয়ে দিতে পারে। স্লিপ এপ্নিয়া, হতাশা, হৃৎপিণ্ডের ঝুঁকি, স্ট্রেস ইত্যাদি দূরে রাখতে ঘুম খুব দারুণ কাজ করে। এছাড়া সারাদিন হাঁটাহাঁটি, ছুটোছুটির ফলে পায়ের ওপর অনেক চাপ যায়। একটু আরামের ঘুম পাকে দিতে পারে আরও ছুটোছুটির শক্তি।