বরিশালের রীড বিসিএস কোচিং সেন্টারের প্রকাশ্যে অবৈধ কোচিং বাণিজ্য!
- আপডেট সময় : ১১:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার| বরিশালের রীড বিসিএস কোচিং সেন্টারে প্রকাশ্যে চলছে কোচিং কার্যক্রম।
সরেজমিনে গেলে দেখা যায় পরিচালক নিজেই ২০-২২ জন শিক্ষার্থীদের নিয়ে প্রকাশ্যে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বীর দর্পে চালাচ্ছেন কোচিং। এসময় তাকে ( জুয়েল) জিজ্ঞেস করলে তিনি বলেন ” আমি জানতাম না এ ধরনের নির্দেশনার কথা “তবে কেমন বিসিএস কোচিং সেন্টার পরিচালনা করেন যে, বিসিএস কোচিং বন্ধ ছয়দিন তাও জানেননা ? এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি রীড এর পরিচালক জুয়েল ।
এদিকে, বরিশালে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা সামনে রেখে সব ধরনের বিসিএস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়ন্ত্রিত ৪০তম বিসিএস পরীক্ষার আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা হবে। বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রে এই পরীক্ষা হবে। এ সময়ের মধ্যে কোনো বিসিএস কোচিং সেন্টারের কার্যক্রম চলমান পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।