শ্রদ্ধার কষ্ট

- আপডেট সময় : ১১:২৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ১৮০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;
আশিকি ২ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সবশেষ সাহো ছবির মাধ্যমে বক্সঅফিস মাতিয়েছেন। এদিকে বুধবার মুক্তি পেয়েছে ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’র ট্রেলার। এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে প্রথমে জুটি বাঁধার কথা ছিল ক্যাটরিনা কাইফের।
ভারতীয় গণমাধ্যমের খবর, শ্রদ্ধা কাপুরের কাছে প্রথমে প্রস্তাব না যাওয়ায় খুবই বিমর্ষ ছিলেন তিনি। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বরুণ বলেন, ‘তখনও ক্যাটরিনা করবে বলেই ঠিক ছিল। সেই সময়ে শ্রদ্ধা বলেছিল, তোমরা আমাকে এই ছবির জন্য ভাবলে না?’
প্রথমে চিত্রনাট্য অন্যরকম থাকায় শ্রদ্ধার কথা ভাবা হয়নি। ক্যাটরিনা ‘না’ করার পরে শ্রদ্ধার এন্ট্রি হয়। ছবির সংশ্লিষ্টদের এমনটাই মত।
নাচের দুনিয়ায় শ্রেষ্ঠ ছবি হতে চলেছে স্ট্রিট ডান্সার থ্রিডি। ফলে কোনও দিক থেকেই কিন্তু রাখতে চাননি পরিচালক রেমো ডিসুজা। ছবির পরিচালনা থেকে শুরু করে চিত্রনাট্য, উপস্থাপনাতে নিজের সবটুকু দিয়েছেন দাবি তার।