ভয়ঙ্কর যৌন হেনস্তার শিকার জেনিফার লোপেজ
- আপডেট সময় : ১১:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ ১৩৬ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক,
বিশ্বনন্দিত পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে কী ধরনের ঘটনা ঘটে থাকে, সে কথাই উল্লেখ করেছেন তিনি। মিটু মুভমেন্টের হাত ধরে কীভাবে বাস্তবে প্রতিবাদ জানানো সম্ভব হয়েছে, তাও উল্লেখ করেছেন তিনি। লোপেজ বলেন, অবশেষে আমরা বলতে পেরেছি, যে অনেক হয়েছে আর নয়। ক্যারিয়ারের শুরুতে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তার। তাকে নগ্ন হতে বলেছিলেন এক পরিচালক। তখন লোপেজ সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছেন। তাকে একজন হলিউড পরিচালক ডেকে বলেছিলেন, পোশাক খুলে ফেলতে। পুরোপুরি নগ্ন হতে।
তখন লোপেজ উত্তর দিয়েছিলেন, ‘কী দেখতে চান?’ তার দাবি তার বক্ষদেশ দেখার জন্যই এমনটা বলেছিলেন ওই পরিচালক।
সেসময় লোপেজ বলেছিলেন, না আপনাকে দেখাব না, আপনার সঙ্গে সেটেই দেখা হবে।
এ সময় নিজের অভিজ্ঞতার আলোকে লোপেজ জানান, যদি সেদিন চাপের মুখে নতিস্বীকার করতেন, তাহলে হেনস্তা আরও বেড়ে যেত।