গৌরীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯ ১৮৩ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন ইউএনও ফারহানা করিম।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার থেকে বিভিন্ন ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় এবং মঙ্গলবার শেষ হয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, কবুলেন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান প্রমুখ।