গুইমারায় সৈয়দ আশরাফের জন্য বিশেষ দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৬:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯ ১৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ গুইমারায় সৈয়দ আশরাফের আত্মার মাগফেরাত কামনায় আওয়ামিলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে চারটায় উপজেলা আওয়ামিলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গুইমারা উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মেম্বার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, সাংগঠনিক সম্পাদক মো:সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রুপেষ ভট্টাচার্য, আবু তাহের, গুইমারা মসজিদের সহকারী ইমাম মাওলানা মোহাম্মদ ইউসুফ খান সহ বাজারের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় আওয়ামিলীগের প্রয়াত সাধারন সম্পাদক এবং সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফের রুহের মাগফেরাত কামনায়, বাংলাদেশের উন্নতি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতি কামনায় বিশেষ মুনাজাত করেন গুইমারা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো:ওসমান গণি।