স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ পদের দৌড়ে এগিয়ে যারা
- আপডেট সময় : ০২:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ ১৪৬ বার পড়া হয়েছে
রাজনৈতিক প্রতিবেদক, সকালের সংবাদঃ আগামী ১৬ নভেম্বর’১৯ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে কাউন্সিলের মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ গুরুত্বপূর্ণ পদে ক্লিন ইমেজের নেতাদের কদর বেড়েছে। ক্লিন ইমেজ হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ, সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আফজাল বাবু,মতিউর রহমান মতি, মুজিবুর রহমানের স্বপন, সাজ্জাদ সাকিব বাদশা, সোহেল রানা টিপু, একেএম আজিম, ওবায়দুল হক খান, নাফিউল করিম নাফা, রফিকুল ইসলাম বিটু, আব্দুল্লাহ আল সায়েম, এ্যাড. ইকবাল হোসেন প্রমুখ। সংগঠনের অনেক নেতা রাজউক, সিটি কর্পেরেশন, পশু সম্পদ অধিদপ্তর, খামার বাড়ি, শিক্ষা ভবন, বিদ্যুৎ ভবন, ওয়াসা, সড়ক ভবন,সিভিল অ্যাভিয়েশনে টেন্ডারবাজীর মত অপকর্মের সাথে জড়িত।
সম্প্রতি ক্যাসিনোসহ টেন্ডারবাজী, চাঁদাবাজী, দলবাজী, দখলবাজী বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের গ্রেফতার করে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযানের অংশ হিসিবে মেয়াদ উত্তর্ন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের জাতীয় সম্মেলন করে। বিতর্কিত লোকদের দল থেকে বের করে,ক্লিন ইমেজের নেতাদের সমন্বয়ে সংগঠন গুলো গঠনের উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা।
ক্যাসিনো ও টেন্ডারবাজী কেলেঙ্কারির অপরাধে ইতোমধ্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোঃ আবু কাওছারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপিকে সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের দুই শীর্ষ নেতার অনুপস্থিতিতে সংগঠনটির সম্মেলনে কোন প্রভাব পরছে না বলে সংগঠনটির নেতারা জানান। শুক্রবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ ও বিকেলে স্বেচ্ছাসেবক লীগের সাথে বৈঠকে অাওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংগঠনের বর্তমান নেতৃত্ব স্পষ্ট করেছেন। তিনি ভবিষ্যতে পুরানো, নতুনের সমন্বয় দলের প্রতি আনুগত সৎ ক্লিন ইমেজ নেতাদের দিয়েই কমিটি গঠন করা হবে। দলের দুঃসময়ে নেতা কর্মীদের মুল্যায়ন করা সময় এসেছে। শুক্রবারের সভায় ওবায়দুল কাদের ও বাহাউদ্দীন নাছিম স্পষ্টতো বলেছেন, ২/১জন লোকের অপকর্মের দ্বায়িত্ব দল নিবে না। যারা অপকর্ম করেছে, তাদের শাস্তি পেতে হবে।
দলের মধ্যে ব্যক্তি পুজা বন্ধ করতে হবে। দল কোন ব্যক্তির ইচ্ছোয় চলবে না। দল চলবে দলেন আদর্শে।
আজ স্বেচ্ছাসেবক লীগের ১৩ টি উপ কমিটি পুনাঙ্গ করা হয়েছে। উপ কমিটির মধ্যে কাজ ভাগ করে দেওয়া হয়েছে।
প্রধানমন্তী দেশে আসলে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্ততি কমিটি তার সাথে সাক্ষাৎ করে পোস্টার চূড়ান্ত করবেন। সকল প্রস্ততি সম্পন্ন।