কালিগঞ্জে নারী উন্নয়ন সংগঠন ‘বিন্দু’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- আপডেট সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯ ১৭৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে নারী উন্নয়ন সংগঠন ‘বিন্দু’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভার।
এছাড়াও অনুষ্ঠান থেকে তিনজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ১ জানুয়ারী বিকেল ৪টায় কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব-নারায়ণপুরে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব এড. জাফরুল্লাহ ইব্রাহীম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ আতিকুর রহমান, বিন্দু’র সদস্য কানিজ সায়মা, জাকিয়া, রাজিয়া, ফারজানা ইয়াসমিন প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে সাহিত্যে গাজী আজিজুর রহমান, উন্নয়ন সাংবাদিকতায় সুকুমার দাশ বাচ্চু ও উপস্থাপনায় এড. জাফরুল্লাহ ইব্রাহিমকে সম্মাননা প্রদান করা হয়।