নৌকার বিজয় অর্জন ছাড়া আমরা ঘরে ফিরবো না: কংজরি চৌধুরি

- আপডেট সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮ ৮৯ বার পড়া হয়েছে

আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি: নৌকার বিজয় অর্জন ছাড়া আমরা ঘরে ফিরবো না। আপনারা জানেন, নৌকার বিপক্ষে কোন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা নৌকার বিজয় ছিনিয়ে আনবো। আমরা এখন কোন ধরনের ষড়যন্ত্রের জবাব দিবো না। আমরা উপযুক্ত জবাব দিবো ৩০ তারিখের ব্যালট বিপ্লবের মাধ্যমে।
২৭ তারিখ বৃহস্পতিবার বিকাল চারটায় গুইমারায় নৌকার পক্ষে বিশাল গনসংযোগ শেষে নির্বাচনী সমাবেশে এ সকল কথা ব্যাক্ত করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা আওয়ামিলীগ সহসভাপতি কংজরি চৌধুরি। এসময় তিনি আরও বলেন, পাহাড়ি বাংগালী আমরা একই মায়ের অভিন্ন সন্তান। তাই হাতে হাত রেখে তালে তাল মিলিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করুন।
নির্বাচনী গনসংযোগটি গুইমারা বাজার থেকে শুরু হয়ে গুইমারা ডাক্তারটিলায় প্রদক্ষিণ হয়ে আওয়ামিলীগ অফিসে এসে শেষ হয়। গনসংযোগে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১নং গুইমারা ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মেমং মারমা, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা উপজেলা আওয়ামিলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা সহসভাপতি সমিরন পাল, যুবলীগের সভাপতি বিপ্লব শীল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরি, ছাত্রলীগ সভাপতি আনন্দ সৌম সহ গুইমারা উপজেলা আওয়ামিলীগের সহযোগী অংগসংগঠন।