ক্যাসিনো সংবাদের জেরে মামলা, সাংবাদিক হিরনের জামিন

- আপডেট সময় : ১২:৪৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ ১৬৩ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক:
ক্যাসিনো ব্যবসায় জড়িতদের তালিকা নিয়ে সংবাদ প্রচারের ঘটনায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদ উল্লাহ সিদ্দিকী কাজলের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক হিরন খান। সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জেল হোসেন এ আদেশ দেন।
এর আগে, হিরন খান আদালতে আত্মসমর্পণ করলে তার জামিনের আবেদন করেন অ্যাডভোকেট তুহিন হাওলাদার। জামিন শুনানিতে আদালতকে বলা হয়, এ মামলার অভিযোগের কোনো সত্যতা নেই। আবেদনকারী আসামি সাংবাদিকতার সব নিয়ম-কানুন মেনে এবং সঠিক সূত্রের কথা গোপন রেখে অবৈধ ক্যাসিনো ব্যবসায়ীদের নামের তালিকা সংবাদে প্রকাশ করেছেন। এ কারণে বাদি ক্ষুব্ধ হয়ে ঘটনা সাজিয়ে বেআইনিভাবে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ধারায় মামলা করেছে।
এতে আরো বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ধারার অভিযোগ আমলযোগ্য নয়, এটা জামিনযোগ্য। এ ধারার মামলা থানা পুলিশ সরাসরি গ্রহণ করতে পারেন না। আইন অনুযায়ী এ মামলা ম্যাজিস্ট্রেট আমলে নিবেন। কিন্তু এ মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাজটি পুলিশ করেছে। এ কারণে এ মামলা দায়ের প্রক্রিয়াটিই প্রশ্নবিদ্ধ।
আদালত শুনানি শেষে সাংবাদিক হিরন খানের জামিন মঞ্জুর করেন। এর ফলে, এই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার বা হয়রানি করতে পারবে না বলে আইনজীবী জানান। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বাদী হয়ে মামলা করেন আওয়ামী লীগ নেতা ওবায়েদ উল্লাহ সিদ্দিকী কাজল।