খাগড়াছড়িতে বাস দুর্ঘটনায় ৩ ঘন্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

- আপডেট সময় : ০৭:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮ ৭৩ বার পড়া হয়েছে

আবুল হোসেন রিপন,খাগড়াছড়ি: খাগড়াছড়ির আলুটিলায় প্রধান সড়কে যাত্রিবাহী বাস উল্টে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম-ফেনী-খাগড়াছড়ি সড়কের সকল যানবহন চলাচল। বুধবার দুপুর সাড়ে ১২টায় জিরো মাইল সংলগ্ন ময়লাটিলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে দীর্ঘ সাড়ে ৩ ঘন্টার যৌথ প্রচেষ্টায় স্বচল করা হয় সড়ক যোগাযোগ।
বাসটি সড়কের উপর উল্টে পড়ায় যাতায়াত বন্ধ হয়ে যায় সকল ধরণের যানবাহন চলাচল। ফলে সড়কের দু’পাশে শত শত গাড়ী আটকা পড়েছে। এ দূর্ঘটনায় আহত ১৪ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরেছেন বলে নিশ্চিত করেছে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল সূত্র।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, বাস দুর্ঘটনার কারনে আলুটিলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, খবর পেয়ে সড়ক ও জনপদ, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন মিলে যোগাযোগ স্বচল করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাদাত হোসেন টিটো জানান, পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সড়ক দূর্ঘটনায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্বচল করা হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।