সংবাদ শিরোনাম :
কন্ঠশিল্পী নাদিয়ার ক্রিকেট দল “এন বি সিলেটি ড্রাগন্স”

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬৪ বার পড়া হয়েছে

এম.এ. আলম শুভঃ
সিলেটে শুরু হতে যাচ্ছে “সিলেট মডেলিং মিডিয়া কাপ ২০১৯” ক্রিকেট টুর্নামেন্ট সেশন-০২ । জনপ্রিয় সংগীত শিল্পী নাদিয়া বেগম এর দল অংশগ্রহণ করতে যাচ্ছে এই টুর্নামেন্টে।
“এন বি সিলেটি ড্রাগন্স” নামে দলটির মালিক কন্ঠশিল্পী নাদিয়া বেগম৷ ২০১৬ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রথম জয়ী হয়েছিলো এন বি সিলেটি ড্রাগন্স দল৷ এবারেও জিতার আশায় মাঠে নামছেন দলটি।
টুর্নামেন্টে নিয়ে নাদিয়া বেগম জানানঃ প্রথমবারেই আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এবারও আমরা চ্যাম্পিয়ন হবো বলে আশা রাখছি। ইনশা আল্লাহ ভালো কিছু হবে৷