কমলগঞ্জে মহান বিজয় দিবস পালিত
- আপডেট সময় : ০৯:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮ ১৬৯ বার পড়া হয়েছে
শাহাবুদ্দীন, কমলগঞ্জ থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন ইউনিয়নের শহীদ মিনার, বধ্যভূমি, বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পতাকা উত্তোলনসহ পুষ্পার্পনের মাধ্যমে ৪৭ তম মহান বিজয় দিবসের কর্মসূচী পালিত হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাধ্যমে রোববার সকাল সাতটায় শমশেরনগর বধ্যভূমি, দেওড়াছড়া বধ্যভূমি, কামুদপুর মুক্তিযোদ্ধাদের কবর ও ধলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পার্পণ করা হয়। পরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বেলা ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, অষ্টম ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট সদস্য পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ সিপাহী মোঃ মিজানুর রহমানের মেয়ে মনিরা বেগম। প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নির্মল দাস, জয়নাল আবেদীন, আনন্দ মোহন সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মনজুর আহমদ আজাদ মান্না প্রমুখ।