বরিশালে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

- আপডেট সময় : ০৬:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯ ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল;
বরিশালের মুলাদি উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে আসামি রফিকুলের অনুপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুলের বাড়ি মুলাদি পৌর এলাকায়।
আদালত সূত্র জানায়, মুলাদির ১০ বছর বয়সী ওই শিশুকে ২০০৯ সালের ৭ ডিসেম্বর দুপুরে ধর্ষণ করেন রফিকুল ইসলাম। এরপর শিশুটিকে ফেলে রেখে রফিকুল সেখান থেকে পালিয়ে যান। শিশুটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়। শিশুটির বাবা বাবা বাদী হয়ে মুলাদি থানায় ওই ঘটনায় রফিকুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি মুলাদি থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি ফয়েজুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।