মশার কামড়ের ভয়ে নিজ দপ্তরে যেতে পারছেন না অর্থমন্ত্রী

- আপডেট সময় : ১০:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯ ৫৫ বার পড়া হয়েছে

প্রধান প্রতিবেদকঃ
গত মাসে আগারগাঁওয়ে নিজ মন্ত্রণালয়ে কাজ করার সময় মশার কামড়ে একবার ডেঙ্গু এবং পরবর্তীতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হন অর্থমন্ত্রী
মশার কামড়ের ভয়ে নিজের সব দাপ্তরিক কার্যক্রম এখন থেকে সচিবালয়ে করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতমাসে আগারগাঁওয়ে নিজ মন্ত্রণালয়ে কাজ করার সময় মশার কামড় খেয়ে একবার ডেঙ্গু এবং পরবর্তীতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। এরপর থেকেই মশার জন্য নিজ দপ্তরে যেতে ভয় পাচ্ছেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
মুস্তফা কামাল বলেন, “ওখানে অনেক বেশি মশা। এপর্যন্ত দুইবার কামড় দিয়েছে। একবার চিকুনগুনিয়া; আরেকবার ডেঙ্গু। এটা কোনো কথা হলো! আমি এই ভয়ে ওখানে যাচ্ছি না।”
এখন থেকে সচিবালয়েই অফিস করবেন কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “এখন থেকে আমি দুই জায়গাতেই অফিস করবো। তবে, এই পরিস্থিতির পরিবর্তন না হলে আমি সচিবালয়েই অফিস করতে চাই।”
উল্লেখ্য, জীবনে প্রথমবারের মতো বাজেট পেশ করার ২ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট ঘোষণার দিন উপস্থিত থাকলেও অসুস্থতার জন্য তার পক্ষে বাজেট পেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।