২৭ লাখ টাকাসহ সাবেক পুলিশ কর্মকর্তা আটক
- আপডেট সময় : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯ ১৩৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিল থেকে চাকরিচ্যুত এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআইকে) আটক করেছে র্যাব-৩। তার নাম কবির হোসেন শেখ (৩৮)।
সোমবার সকালে হাতিরঝিলের মন্দিরের সামনে তল্লাশির সময় পুলিশের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে নগদ ২৭ লাখ টাকাও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ জানিয়েছে, সোমবার হাতিরঝিলের মন্দির সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশের স্টিাকার লাগানো একটি প্রাইভেটকারকে সন্দেহের বশে থামানো হয়। এ সময় গাড়ির আরোহী কবির নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন। তিনি পুলিশের আইডি কার্ডও দেখান। কিন্তু র্যাবের সন্দেহ হওয়ায় খোঁজ নিয়ে জানা যায়, কবির একসময় পুলিশের এএসআই ছিলেন। পারিবারিক মামলা সংক্রান্ত কারণে গত বছরের আগস্টে তিনি চাকরিচ্যুত হন।
পুলিশের স্টিকার লাগানোর অপরাধে আটকের পর তার গাড়ি তল্লাশি করে ২৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে কবির জানিয়েছেন, চাকরিচ্যুত হওয়ার পর তিনি মামলা মোকাদ্দমা সংক্রান্ত দালালি কাজ শুরু করেন। উদ্ধার করা টাকাগুলো একটি মামলা পরিচালনার, যা একজন আইনজীবীর।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।