ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুবির শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মেহের নিগার Logo শাবিপ্রবিতে সুষ্ঠভাবে গুচ্ছভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন Logo গুচ্ছ খ-ইউনিট ভর্তি পরীক্ষায় শিক্ষা উপকরণ ও সুপেয় পানি দিয়ে শাবি ছাত্রলীগের সহযোগিতা Logo মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি হবে সত্যিকারের গ্রীন ক্যাম্পাসঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক Logo প্রতারণাচক্র থেকে সাবধান থাকতে আহবান জানিয়েছেন শাবি উপাচার্য Logo শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বোধনী কাজে সর্বদা সাপোর্ট থাকবে; শাবি উপাচার্য Logo জবি শিক্ষককে হেনস্থা, গুরু পাপে লঘু দণ্ড Logo কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন




বাবার অনুমতি ছাড়া ডেটে যেতে পারেন না জাহ্নবী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
বলিউডের জুটির প্রেম নিয়ে প্রতিনিয়তই কোনো না গুঞ্জন লেগে থাকে। জাহ্নবী কাপুর ও ঈশান খট্টরকে নিয়েও এমন গুঞ্জন উঠলে বিষয়টা দুজনই স্বীকার করেননি। তবে তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘ফিট আপ উইথ স্টারস’ চ্যাট শো-তে জাহ্নবী-ঈশানকে নিয়ে নানা আলোচনায় শ্রীদেবী কন্যাকে আনাইতা শ্রফ জিজ্ঞাসা করেন, “ডেটে যাওয়ার আগে, কার সঙ্গে ডেটে যাচ্ছেন সেটা বাবা বনি কাপুরকে জানিয়ে যেতে হয় কিনা? ”

এর উত্তরে জাহ্নবী জানান, মেয়ে কোন কোন ছেলেদের সঙ্গে ডেটে যাচ্ছে, সেই দিকে খেয়াল রাখেন বনি।

তবে তেমন একটা ডেটে যাওয়া হয় না তার, এমটাই জানালেন বলিউডের এ নতুন তারকা। তিনি বলেন, “বাবা মনে করে কোনো ছেলেই আমার উপযুক্ত নয়।”

এ ছাড়া ঈশানের ব্যাপারে তার বাবার মত কি, আনাইতার এমন প্রশ্ন শুনেই কিছুটা লজ্জা পেয়ে জাহ্নবী জানান, বাবা বনি কাপুর ঈশানকে বেশ পছন্দই করেন।

তিনি বলেন, “বাবা মনে করেন ঈশান খুব ভালো ছেলে এবং ভালো অভিনেতা- এইটুকুই,” বলেন জাহ্নবী।”

যদিও ধাড়াক সিনেমায় এই জুটির অন-স্ক্রিন রসায়ন দেখে ভক্তরা ধরেই নিয়েছিলেন, তাদের মধ্যে প্রেম আছে।

সব মিলিয়ে বলিউড পাড়ায় জাহ্নবী-ঈশানের সম্ভাব্য প্রেম নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এরই মধ্যে ঈশান ও তারা সুতারিয়ার মধ্যে ডেট চলছে, এমনটাও শোনা যায়। এ নিয়ে খুব একটা খুশিও নন জাহ্নবী, এমনটাও শোনা গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বাবার অনুমতি ছাড়া ডেটে যেতে পারেন না জাহ্নবী!

আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯

অনলাইন ডেস্ক |
বলিউডের জুটির প্রেম নিয়ে প্রতিনিয়তই কোনো না গুঞ্জন লেগে থাকে। জাহ্নবী কাপুর ও ঈশান খট্টরকে নিয়েও এমন গুঞ্জন উঠলে বিষয়টা দুজনই স্বীকার করেননি। তবে তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘ফিট আপ উইথ স্টারস’ চ্যাট শো-তে জাহ্নবী-ঈশানকে নিয়ে নানা আলোচনায় শ্রীদেবী কন্যাকে আনাইতা শ্রফ জিজ্ঞাসা করেন, “ডেটে যাওয়ার আগে, কার সঙ্গে ডেটে যাচ্ছেন সেটা বাবা বনি কাপুরকে জানিয়ে যেতে হয় কিনা? ”

এর উত্তরে জাহ্নবী জানান, মেয়ে কোন কোন ছেলেদের সঙ্গে ডেটে যাচ্ছে, সেই দিকে খেয়াল রাখেন বনি।

তবে তেমন একটা ডেটে যাওয়া হয় না তার, এমটাই জানালেন বলিউডের এ নতুন তারকা। তিনি বলেন, “বাবা মনে করে কোনো ছেলেই আমার উপযুক্ত নয়।”

এ ছাড়া ঈশানের ব্যাপারে তার বাবার মত কি, আনাইতার এমন প্রশ্ন শুনেই কিছুটা লজ্জা পেয়ে জাহ্নবী জানান, বাবা বনি কাপুর ঈশানকে বেশ পছন্দই করেন।

তিনি বলেন, “বাবা মনে করেন ঈশান খুব ভালো ছেলে এবং ভালো অভিনেতা- এইটুকুই,” বলেন জাহ্নবী।”

যদিও ধাড়াক সিনেমায় এই জুটির অন-স্ক্রিন রসায়ন দেখে ভক্তরা ধরেই নিয়েছিলেন, তাদের মধ্যে প্রেম আছে।

সব মিলিয়ে বলিউড পাড়ায় জাহ্নবী-ঈশানের সম্ভাব্য প্রেম নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এরই মধ্যে ঈশান ও তারা সুতারিয়ার মধ্যে ডেট চলছে, এমনটাও শোনা যায়। এ নিয়ে খুব একটা খুশিও নন জাহ্নবী, এমনটাও শোনা গিয়েছে।