ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শাবির গণিত সমিতির ভিপি রাহুল ও সম্পাদক রিজভী Logo শাবিপ্রবির শ্রীকৃষ্ণচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি রনি, সম্পাদক দীপ্ত   Logo শাবিপ্রবির শাহপরান ও মুজতবা আলী হলে ৬ সহকারী প্রভোস্ট নিয়োগ Logo কুবির শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মেহের নিগার Logo শাবিপ্রবিতে সুষ্ঠভাবে গুচ্ছভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন Logo গুচ্ছ খ-ইউনিট ভর্তি পরীক্ষায় শিক্ষা উপকরণ ও সুপেয় পানি দিয়ে শাবি ছাত্রলীগের সহযোগিতা Logo মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি হবে সত্যিকারের গ্রীন ক্যাম্পাসঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক Logo প্রতারণাচক্র থেকে সাবধান থাকতে আহবান জানিয়েছেন শাবি উপাচার্য Logo শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বোধনী কাজে সর্বদা সাপোর্ট থাকবে; শাবি উপাচার্য Logo জবি শিক্ষককে হেনস্থা, গুরু পাপে লঘু দণ্ড




রাজউকের নিয়ম যেন কাগজের বাঘ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আবাসিক ও বাণিজ্যিক ভবন তৈরির পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কাছ থেকে বসবাস সনদ বা অকুপেন্সি সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। ২০০৮ সালের মহানগর ইমারত বিধিমালায় এ সংক্রান্ত আইন রয়েছে। তবে আইন থাকলেও সেটি মানছেন না অধিকাংশ ভবন মালিকরা। এ বছরের জানুয়ারিতে রাজউক ভবন ব্যবহারের সনদ নিতে দুই মাসের সময় বেঁধে দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেও সনদ নেন মাত্র ৭৬ জন মালিক।

২০০৮ সালের ঢাকা মহানগর ইমারত বিধিমালায় বলা হয়েছে, কোনো ভবনে বসবাস শুরু বা ব্যবহারের আগে রাজউকের কাছ থেকে বসবাস সনদ নিতে হবে। এ সনদ পেলেই কেবল ভবনের মালিক ভবনে উঠতে পারবেন বা ভাড়া দিতে পারবেন। নকশার সঙ্গে নির্মিত ভবনে ত্রুটিবিচ্যুতি পাওয়া গেলে বা অগ্নিনিরাপত্তাব্যবস্থা না থাকলে রাজউক সেই ভবন পরিত্যক্ত ঘোষণাও করতে পারবে।

এ বিষয়ে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) প্রকৌশলী মো. মোবারক হোসেন সংবাদ মাধ্যমকে জানান, রাজউকের বিধিমালা অনুযায়ী ‘ভবন ব্যবহার সনদ’ নেওয়া বাধ্যতামূলক। নিয়মটি ভবন মালিকদের জানাতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু আশানুরূপ আবেদন পড়েনি। কারণ হিসেবে তিনি জানান, নিয়ম অনুযায়ী ভবন মালিকরা ‘ভবন ব্যবহার সনদ’ নেওয়ার পর অন্য সেবা সংস্থাগুলো তাদের সেবা দিবে। কিন্তু অন্য সংস্থাগুলো সে নিয়ম মানছে না। আর তাদের আইনেও সেটা নেই। তারা ভবন মালিকদের আবেদনে সাড়া দিয়ে সেবা পৌঁছে দেয়। ভবন মালিকদের যখন অন্যান্য সেবা পেতে রাজউকের এ আইন প্রয়োজন হয় না, তখন তারা রাজউকের ‘ভবন ব্যবহার সনদ’ নেবে কেন?

এই কর্মকর্তা আরও বলেন, একটা ভবন নির্মাণে রাজউক যখন ত্রুটি পায়, তখন তা তাৎক্ষণিক সমাধানে কোনো আইন নেই। ব্যবস্থা নিতে সময় লাগে তিন মাস। এই সময়ের মধ্যে ভবন মালিকরা কাজ আরও এগিয়ে নেয়। তখন আমরা অভিযানে গেলে ত্রুটিযুক্ত অংশ নিচতলা বা দোতলা পর্যন্ত অপসারণ করতে পারি। কারিগরি সক্ষমতা না থাকায় তার ওপরের তলাগুলোর ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না।

রাজউক সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি রাজউক ভবন ব্যবহার সনদ নিতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ভবনের মালিক ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ করেছেন; কিন্তু বসবাস বা ব্যবহার সনদপত্র গ্রহণ করেননি তাদের আগামী দুই মাসের মধ্যে সনদ নিতে হবে। এ ছাড়া ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, সংরক্ষণ, উন্নয়ন ও অপসারণ) বিধিমালা, ২০০৮-এর বিধি ১৮ অনুসারে ইমারতের আংশিক বা সম্পূর্ণ নির্মাণ শেষে, ব্যবহারের আগে, ভবন মালিকের রাজউক থেকে ব্যবহার সনদপত্র গ্রহণ করা বাধ্যতামূলক। একই সঙ্গে প্রতি পাঁচ বছর পরপর সনদ নবায়ন করা বাধ্যতামূলক। সনদপত্র না থাকলে রাজউক আওতাধীন এলাকায় ইমারতের মালিকানা হস্তান্তর ও নামজারির অনুমোদন পাওয়া যাবে না।

এই বিজ্ঞপ্তির দুই মাস পার হলেও ভবন মালিকদের তেমন সাড়া মেলেনি। গত জানুয়ারি মাসে রাজউক ৩৮ সনদ অনুমোদন দেয়। একই অবস্থা ফেব্রুয়ারি মাসেও। দুই মাসে সংস্থাটি সনদ দেয় ৭৬টি। তবে কতজন আবেদন করেছেন সেই তথ্য দেয়নি রাজউক। এর আগে ২০০৮ থেকে ২০২১ সালের জুন পর্যন্ত রাজউকের আওতাধীন এলাকায় বসবাস সনদ নিয়েছে ৩০০টির মতো ভবন।

উল্লেখ্য, প্রতি বছর সংস্থাটি গড়ে সাত হাজার নতুন ভবনের নকশা অনুমোদন দেয়। অনুমতি নেওয়ার পরের পাঁচ বছর এই নকশার মেয়াদ থাকে। প্রতি বছর অনুমোদিত নকশার ৮০ শতাংশ ভবন নির্মিত হয়। সে হিসাবে গত ১৪ বছরে রাজউকের আওতাধীন এলাকায় প্রায় ৬০ হাজার ভবন তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




রাজউকের নিয়ম যেন কাগজের বাঘ 

আপডেট সময় : ০৫:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আবাসিক ও বাণিজ্যিক ভবন তৈরির পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কাছ থেকে বসবাস সনদ বা অকুপেন্সি সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। ২০০৮ সালের মহানগর ইমারত বিধিমালায় এ সংক্রান্ত আইন রয়েছে। তবে আইন থাকলেও সেটি মানছেন না অধিকাংশ ভবন মালিকরা। এ বছরের জানুয়ারিতে রাজউক ভবন ব্যবহারের সনদ নিতে দুই মাসের সময় বেঁধে দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেও সনদ নেন মাত্র ৭৬ জন মালিক।

২০০৮ সালের ঢাকা মহানগর ইমারত বিধিমালায় বলা হয়েছে, কোনো ভবনে বসবাস শুরু বা ব্যবহারের আগে রাজউকের কাছ থেকে বসবাস সনদ নিতে হবে। এ সনদ পেলেই কেবল ভবনের মালিক ভবনে উঠতে পারবেন বা ভাড়া দিতে পারবেন। নকশার সঙ্গে নির্মিত ভবনে ত্রুটিবিচ্যুতি পাওয়া গেলে বা অগ্নিনিরাপত্তাব্যবস্থা না থাকলে রাজউক সেই ভবন পরিত্যক্ত ঘোষণাও করতে পারবে।

এ বিষয়ে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) প্রকৌশলী মো. মোবারক হোসেন সংবাদ মাধ্যমকে জানান, রাজউকের বিধিমালা অনুযায়ী ‘ভবন ব্যবহার সনদ’ নেওয়া বাধ্যতামূলক। নিয়মটি ভবন মালিকদের জানাতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু আশানুরূপ আবেদন পড়েনি। কারণ হিসেবে তিনি জানান, নিয়ম অনুযায়ী ভবন মালিকরা ‘ভবন ব্যবহার সনদ’ নেওয়ার পর অন্য সেবা সংস্থাগুলো তাদের সেবা দিবে। কিন্তু অন্য সংস্থাগুলো সে নিয়ম মানছে না। আর তাদের আইনেও সেটা নেই। তারা ভবন মালিকদের আবেদনে সাড়া দিয়ে সেবা পৌঁছে দেয়। ভবন মালিকদের যখন অন্যান্য সেবা পেতে রাজউকের এ আইন প্রয়োজন হয় না, তখন তারা রাজউকের ‘ভবন ব্যবহার সনদ’ নেবে কেন?

এই কর্মকর্তা আরও বলেন, একটা ভবন নির্মাণে রাজউক যখন ত্রুটি পায়, তখন তা তাৎক্ষণিক সমাধানে কোনো আইন নেই। ব্যবস্থা নিতে সময় লাগে তিন মাস। এই সময়ের মধ্যে ভবন মালিকরা কাজ আরও এগিয়ে নেয়। তখন আমরা অভিযানে গেলে ত্রুটিযুক্ত অংশ নিচতলা বা দোতলা পর্যন্ত অপসারণ করতে পারি। কারিগরি সক্ষমতা না থাকায় তার ওপরের তলাগুলোর ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না।

রাজউক সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি রাজউক ভবন ব্যবহার সনদ নিতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ভবনের মালিক ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ করেছেন; কিন্তু বসবাস বা ব্যবহার সনদপত্র গ্রহণ করেননি তাদের আগামী দুই মাসের মধ্যে সনদ নিতে হবে। এ ছাড়া ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, সংরক্ষণ, উন্নয়ন ও অপসারণ) বিধিমালা, ২০০৮-এর বিধি ১৮ অনুসারে ইমারতের আংশিক বা সম্পূর্ণ নির্মাণ শেষে, ব্যবহারের আগে, ভবন মালিকের রাজউক থেকে ব্যবহার সনদপত্র গ্রহণ করা বাধ্যতামূলক। একই সঙ্গে প্রতি পাঁচ বছর পরপর সনদ নবায়ন করা বাধ্যতামূলক। সনদপত্র না থাকলে রাজউক আওতাধীন এলাকায় ইমারতের মালিকানা হস্তান্তর ও নামজারির অনুমোদন পাওয়া যাবে না।

এই বিজ্ঞপ্তির দুই মাস পার হলেও ভবন মালিকদের তেমন সাড়া মেলেনি। গত জানুয়ারি মাসে রাজউক ৩৮ সনদ অনুমোদন দেয়। একই অবস্থা ফেব্রুয়ারি মাসেও। দুই মাসে সংস্থাটি সনদ দেয় ৭৬টি। তবে কতজন আবেদন করেছেন সেই তথ্য দেয়নি রাজউক। এর আগে ২০০৮ থেকে ২০২১ সালের জুন পর্যন্ত রাজউকের আওতাধীন এলাকায় বসবাস সনদ নিয়েছে ৩০০টির মতো ভবন।

উল্লেখ্য, প্রতি বছর সংস্থাটি গড়ে সাত হাজার নতুন ভবনের নকশা অনুমোদন দেয়। অনুমতি নেওয়ার পরের পাঁচ বছর এই নকশার মেয়াদ থাকে। প্রতি বছর অনুমোদিত নকশার ৮০ শতাংশ ভবন নির্মিত হয়। সে হিসাবে গত ১৪ বছরে রাজউকের আওতাধীন এলাকায় প্রায় ৬০ হাজার ভবন তৈরি হয়েছে।