স্কুলছাত্রীর অশালীন ভিডিও করে ব্ল্যাকমেইল, ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ১১:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯ ৯৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্কুলছাত্রীর অশালীন ভিডিও ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে মজিবর রহমান নামে এক ব্যবসায়ীকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০নং ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত মজিবর তাড়াশ পৌরসভা এলাকার ভাদাস গ্রামের আলহাজ আবুল হোসেনের ছেলে ও দু’সন্তানের জনক।
সূত্র জানায়, কিছুদিন আগে ওই ব্যবসায়ীর সঙ্গে তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের পাটগাড়ীপাড়ার বাসিন্দা ও নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) মোবাইলে পরিচয় হয়। এক পর্যায়ে মজিবর ছলে বলে কৌশলে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলে।
পরে স্কুলছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে রাত্রিযাপন করেন মজিবর। ওই সময় তিনি কৌশলে তার স্মার্টফোনে অশ্লীল সম্পর্কের ভিডিও ধারণ করেন।
এই ঘটনার পর মজিবর ওই স্কুলছাত্রীকে একাধিকবার অনৈতিক কাজের প্রস্তাব দিলে তাতে রাজি হয়নি সে। এতে উত্তেজিত হয়ে মজিবর অশ্লীল ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিতে থাকেন।
পরে উপায় না পেয়ে স্কুলছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানায়। এরপরই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
সে অভিযোগের ভিত্তিতে এসআই রবিউল ইসলাম শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীকে দিয়ে ব্যবসায়ীকে ধরার জন্য ফাঁদ পাতেন। পরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০নং ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র এএসপি গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনেকদিন ধরে স্কুলছাত্রীকে উত্তপ্ত করে আসছিল মজিবর। পরে তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। সে প্রেক্ষিতে শুক্রবার রাতে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
এদিকে শনিবার সকালে অভিযুক্ত মজিবর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতেও পাঠানো হবে বলেও জানান এএসপি গোলাম রহমান।