১২ হাজার কৃষকের আত্মহত্যা!

- আপডেট সময় : ১১:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯ ১১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
ভারতের মহারাষ্ট্র রাজ্যে তিন বছরে ১২ হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেছেন। ২০১৫-১৮ সালের মধ্যে ঘটে।
শুক্রবার এক লিখিত প্রশ্নের জবাবে রাজ্যের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী সুবাস দেশমুখ বিধানসভাকে এই তথ্য নিশ্চিত করেছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়।
মন্ত্রী সুবাস দেশমুখ জানান, জেলা পর্যায়ের বাছাই কমিটির অনুসন্ধানে দেখা গেছে আত্মহত্যা করা এসব কৃষকের ৬ হাজার ৮৮৮ জন সরকারি সহায়তা পাওয়ার যোগ্য ছিলেন। সারা বিশ্বেই কৃষকরা বিপন্ন।
তবে, ৬ হাজার ৮৪৫ জন কৃষক পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
ভারতীয় কৃষকদের বিপন্নতা বর্ণনাতীত। ক্ষুদ্র কৃষকেরা সেখানে বাস করছেন দুর্যোগের কিনারায়। জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র খরা, বিপুল ঋণের বোঝা, কর্পোরেট বাজার ব্যবস্থার উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে টিকতে না পারায় আত্মহত্যাই সেখানকার কৃষকদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।
২০১৯ সালের জানুয়ারি ও মার্চে ৬১০ জন কৃষকের আত্মহত্যার খবর পাওয়া গেছে; যার মধ্যে ১৯২টিই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য।” বলেন মন্ত্রী।