সংবাদ শিরোনাম :
বরিশালে খালের মুখে ভাসমান লাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯ ৭৬ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়া উপজেলায় খাল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির (৫৫) ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর বাইশারী খালের মুখ থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
বানারীপাড়া থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, সন্ধ্যা নদীর বাইশারী খালের মুখে ওই ব্যক্তির মৃতদহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। রোববার সকালে ময়না তদন্তের জন্য মৃতদেহটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।