নরসিংদী লঞ্চ টার্মিনাল থেকে ২ জনের লাশ উদ্ধার
- আপডেট সময় : ১১:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ৯৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি;
নরসিংদীতে লঞ্চ টার্মিনালের বাথরুম থেকে এক কিশোরী ও শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী পৌর শহরের লঞ্চ টার্মিনালের বাথরুম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তাদের শ্বাসরোদ্ধ করে হত্যার পর লাশ ফেলে রেখে যেতে পারে।
পুলিশ জানিয়েছেন, নরসিংদী পৌর শহরের লঞ্চ টার্মিনালের বাথরুমে দুইজনের লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং বাথরুমে একটি শিশু ও এক কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে।
পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন (বিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন (বিপিএম) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও শ্বাসরোদ্ধ করে তাদের হত্যা করা হয়েছে। পরে তাদের লাশ গোপন করার উদ্দেশ্যে লঞ্চযোগে তাদের লাশ এখানে ফেলে রেখে গেছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর থেকেই পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করে দিয়েছেন।