সরাইলে পুরনো শত্রুতার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ

- আপডেট সময় : ১২:১৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ১০০ বার পড়া হয়েছে

সরাইল থেকে দীপক দেবনাধ;
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে পুরনো শত্রুতার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। শুক্রবার সকালে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল ৯টার দিকে পুরনো শত্রুতার জেরে ফজলু মেম্বার ও তার ভাইগনা নাজিউর রহমান নজু’র লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানাযায় রমজানের প্রথম দিকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয় ভাবে মিমাংসা করা হয়। এই সংঘর্ষে ফজলু মেম্বারের বড় ছেলে ইউসুফ মুমুর্ষ অবস্থায় ঢাকায় চিকিৎসায় রয়েছে। গতরাতে ইউসুফ রক্ত প্রশ্রাব করে এই কথা শুনে ফজলু মেম্বারের লোকজন তার ভাগিনা নাজিম উদ্দিন(নজু)র লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে, প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। সংঘর্ষে কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটতরাজ চালানো হয়। আহতরা গ্রেফতার এরাতে জেলাসদর এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভুইয়া বলেন, এইটা পুরনো শত্রুতার কারণে এই সংঘর্ষ। স্থানীয়ভাবে উভয় পক্ষকে মীমাংসা করা হয়েছিলো। কিন্তু আজকে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৫ জনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।