সংবাদ শিরোনাম :
বাড়ির গেট ভেঙে পড়ল বৃদ্ধার মাথায়

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ১০১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
মেহেরপুরের গাংনীতে বাড়ির প্রধান ফটকের ছাদ ভেঙে রাবেয়া খাতুন (৬৩) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার করমদী গোসাইডুবি এলাকায় এ ঘটনা ঘটে। রাবেয়া খাতুন ওই গ্রামের মৃত ওসমান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রাবেয়া খাতুন বাড়ির প্রধান ফটকের ছাদের নিচে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ছাদ ভেঙে রাবেয়া খাতুনের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায়র রাবেয়া খাতুনের নাতি ছেলে জুয়েল (১৯) আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।