সংবাদ শিরোনাম :
“আমার মা দিবস নাই ” -রুখসার রহমান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯ ১৮৮ বার পড়া হয়েছে

-রুখসার রহমান
তোমার কাছে আছে আমার
অনেক অনেক ঋণ,
তাই বুঝিনা আমি আলাদা করে
“মাগো”তোমাকে ভালবাসার,
বিশেষ কোনো দিন।
দোলনা থেকে কবর পর্যন্ত,
আমার “মা”কে ভালবাসি
শান্তি পাই দিন শেষে মাগো
তোমার বুকে ফিরে আসি।
কেউ যখন আঘাত করে
আমায় কস্ট দেয় এ মনে,
বুকের কস্ট চাপিয়ে রাখি
তোমায় বলবো কতক্ষণে।
তোমার বুকটা আছে বলে তাই
আমি অনেক ভাগ্যবতী,
জীবন থাকতে হবেনা মাগো
তোমার একটুখানি ক্ষতি।
মা থেকেও যারা মা বোঝেনা
পৃথিবীটা তার কালো,
মায়ের সুখে সুখী যেজন
দেখো তার চোখেতেই আলো।
ভুলগুলোকে ক্ষমা কর মা
দিও পায়েতে ঠাই,
তোমার মত বাসবে ভালো
এ জগতে এমন যে কেউ নাই।
“মাগো” তোমার দোয়া সঙ্গে নিয়ে
আগামীর ঐ কঠিন পথে
এগিয়ে যেতে চাই,
দিনগুলো সব মায়ের জন্য
মা কে নিয়ে কোথাও আমার
বিশেষ দিবস নাই।