সংবাদ শিরোনাম :
“কস্টে ঘেরা সুখ”- রুখসার রহমান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ৫৮ বার পড়া হয়েছে

—রুখসার রহমান
তোমার দেওয়া কস্টগুলো
দামের চেয়েও দামী,
ভালবাসার বিনিময়ের
কিনে নিলাম আমি।
যত পারো আমায় তুমি
আরো ব্যাথা দাও,
দুঃখ নাহি পাবো যদি
একবারও না চাও।
তোমার দেওয়া ঘৃনার মাঝে
বেঁচে থাকতে চাই,
অবহেলা পেলাম তোমায়
পাই বা না পাই।
শান্তনাতে বোঝাব আমি
অবুঝ মনেরও চাওয়া,
লাল গোলাপের কাঁটাগুলো
তোমারই কাছে পাওয়া।
গোলাপের ওই পাপড়ি গুলো
নাইবা আমায় দিলে,
তবুও বলবো হৃদয় বনে
তুমিই শুধু ছিলে।।