গুলিতে নিহত ব্যক্তির পাশে বস্তাভর্তি ফেনসিডিল

- আপডেট সময় : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯ ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী |
রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় কথিত চোরাকারবারিদের দুই গ্রুপের সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে জিয়ারুল ইসলাম কালু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কালুকে মাদক ব্যবসায়ী দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কেশবপুর এলাকার একটি আম বাগানে এই ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল ইসলাম কালু উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে বলে জানা গেছে।
এদিকে ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট নয়জন আহত হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাঘা সীমান্ত এলাকার কেশবপুর গ্রামের একটি আম বাগানে অভ্যন্তরীণ ঘটনাকে কেন্দ্র করে চোরাকারবারিদের দুই গ্রুপে সংঘর্ষ বাঁধে, চলে গুলিবিনিময়।
খবর পেয়ে রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে হাজির হয়।
সংঘর্ষ থামার পর এবং চোরাকারবারিরা পালিয়ে গেলে আম বাগানে গুলিবিদ্ধ অবস্থায় জিয়ারুল ইসলাম ওরফে কালুর (৩৯) লাশ, এক বস্তা ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
নিহত কালুর নামে বাঘা ও চারঘাট থানায় একটি অস্ত্র মামলাসহ মোট ১০টি চোরাচালান মামলা রয়েছে বলেও নিশ্চিত করে পুলিশ।